প্রিয় শিক্ষার্থী, আজকের পোস্টটি আপনারা জানতে পারবেন নবম ও দশম শ্রেণী বা সমমানের বা এসএসসি রসায়ন সৃজনশীল সাজেশন ২০২৫ সালের পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তৈরি করা হয়েছে। যা ১০০% কমন নিশ্চিত করবে এবং আপনার পরীক্ষায় ভালো ফলাফল আসবে। এখান থেকে আপনারা জানতে পারবেন সাজেশন ও প্রশ্নের ধরন সম্পর্কে।
SSC Chemistry Suggetion 2025
Chemistry বা রসায়ন সময়কালকে নির্দিষ্ট ব্যক্তিতে পরিমাপ করা অসাধ্য হলেও রসায়ন সম্পর্কিত সকল কাজ এবং আবিষ্কার ও চিন্তাভাবনা পরীক্ষা এবং পর্যবেক্ষণ যা মানুষের আধুনিক বিজ্ঞান সম্পর্কে ধ্যান-ধারণা অনেকটাই পরিবর্তন করতে সমর্থ্য হয়েছে। বিভিন্ন দার্শনিক রসায়ন সম্পর্কে বিভিন্ন মতামত ও সূত্র প্রয়োগ করে বিভিন্ন বিষয়কে সহজ করে তুলছে। আজকে আমরা জানবো এসএসসি বা সম-মান পরীক্ষার্থীদের জন্য রসায়নের গুরুত্বপূর্ণ সৃজনশীল সাজেশন সম্পর্কে। গত পোস্টে আমরা জেনেছি রসায়ন এসএসসি সাজেশন জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর। কিন্তু আজকের পোস্টে আমরা জানবো রসায়ন সৃজনশীল প্রশ্ন সাজেশন ২০২৫ সালের (নবম-দশম) এসএসসি বা সমমানের পরীক্ষার্থীদের জন্য।
এসএসসি রসায়ন সৃজনশীল সাজেশন ২০২৫ ( নবম-দশম শ্রেণী )
নিচে নবম ও দশম বা এসএসসি পরীক্ষার্থীদের জন্য কয়েকটি কয়েকটি রসায়ন সৃজনশীল প্রশ্ন ২০২৫ সালের পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যা বিগত সালের প্রশ্ন এবং পাঠ্য বই থেকে সংগ্রহকৃত।
প্রশ্ন ১।
ক. সমানুকরণ বিক্রিয়া কাকে বলে?
খ. উমুমুখী বিক্রিয়া বলতে কি বুঝ?
গ. উৎপাত যৌগটিতে সালফার জারণ সংখ্যা নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়াটিতে জারণ-বিজারণ যুগপৎ ঘটে – বিশ্লেষন করো।
প্রশ্ন ২।
মৌল | A | D | E | G | J |
---|---|---|---|---|---|
পারমানবিক সংখ্যা | 19 | 9 | 6 | 18 | 8 |
খ. উদ্দীপকে কোন মৌলটি নিষ্ক্রিয়? এর কারণ ব্যাখ্যা কর।
গ. A ও D মৌলের মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের একটি মূল শুধুই সমযোজী বন্ধন গঠন করে – বিশ্লেষণ কর।
প্রশ্ন ৩।
ক. জারণ কাকে বলে?
খ. ইথানল ও ডাইমিথাইল ইথার পরস্পর সমানু – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বিক্রিয়ার তাপের পরিবর্তন (∆H) নির্ণয় কর।
ঘ. কোন শর্তে সর্বোচ্চ পরিমাণ যৌগ উৎপাদন করা যাবে? লা-শাতেলিয়ের নীতির আলোকে বিশ্লেষণ কর।
প্রশ্ন ৪। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি যৌগ C=40%, H=6.67% বিদ্যমান। যৌগটির আপেক্ষিক আণবিক ভর 60.
ক. আইসোটোপ কাকে বলে?
খ. গ্যালবনিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন?
গ. যৌগটির স্থল সংকেত নির্ণয় কর?
ঘ. যৌগটি চিহ্নিত করে 2.5 লিটার 0.1M দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
প্রশ্ন ৫।
ক. মরিচা কী?
খ. নিঃসরণ বলতে কি বুঝ?
গ. উৎপাদ যৌগটিতে সালফারের জারণ সংখ্যা নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের বিক্রিয়াতে জারণ-বিজারণ যুগপৎ ঘটে বিশ্লেষণ কর।
প্রশ্ন ৬। সোহেল একটি সিলিন্ডারে গ্যাস ও অপর একটি সিলিন্ডারে গ্যাস ভরিয়ে ব্যাপন ও নিঃসরণ হার নিয়ে পর্যবেক্ষণ করলো।
ক. রিফাইনারি গ্যাস কি?
খ. স্ফুটাঙ্কের উপর চাপের প্রভাব কি?
গ. উদ্দীপকের থেকে কিভাবে গ্যাস পাওয়া যাবে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের উভয় সিলিন্ডারে মুখ একত্রে খুলে দিলে কোনটি দ্রুত ছড়িয়ে পড়বে? বিশ্লেষণ কর।
প্রশ্ন ৭। ‘A’ তৃতীয় পর্যায়ের হ্যালোজেন মৌল। এর দুটি আইসোটোপ রয়েছে এবং পর্যাপ্তের দিক থেকে এদের শতকরা পরিমাণ যথাক্রমে ৭৫% এবং ২৫%। [ এখানে ‘A’ প্রতি কি অর্থে প্রচলিত কোন প্রতীক নয় ]
ক. গলনাঙ্ক কাকে বলে?
খ. বডি স্প্রেতে নিঃসরণ ও ব্যাপন কোনটি আগে ঘটে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর।
ঘ. একই পর্যায়ের দুই নং গ্রুপের অপর মৌলের সাথে ‘A’ মৌল কি ধরনের বন্ধন গঠন করে? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও।
প্রশ্ন ৮।
ক. নীলস বোর কত সালে পরমাণু মডেল প্রদান করেন।
খ. ” পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ ” – উক্তিটি বুঝিয়ে দাও।
গ. A যৌগটির 105টি অনুর ভর নির্ণয় কর।
ঘ. B যোগের দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কোন ধরনের বিক্রিয়া ঘটবে বিশ্লেষণ কর।
প্রশ্ন ৯।
X | Y |
---|---|
CnH2n | CnH2n+2 |
যেখানে, n=3
ক. আকরিক কাকে বলে?
খ. Pb ধাতুর নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়ার ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের X যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন – কিভাবে প্রমাণ করবো? সমীকরণসহ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের Y যৌগ থেকে এলকোহল প্রস্তুতি সম্ভব – বিশ্লেষণ কর।
প্রশ্ন ১০। X, Y ও Z ক্রমিক পারমানবিক সংখ্যা বিশিষ্ট তিনটি মৌল। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় Y ও Z মৌলের চতুর্থ শক্তি স্তরের সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। X মুলটির পারমাণবিক সংখ্যা 35।
ক. মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখ।
খ. সিলিকনকে অপধাতু বলা হয় কেন?
গ. পর্যায় সারণিতে Z মৌলটির অবস্থান নির্ণয় কর।
ঘ. X, Y ও Z মৌলসমুহের পরমাণুর আকারের ক্রম কীরুপ হবে।
প্রশ্ন ১১।
মৌল | পারমাণবিক সংখ্যা |
---|---|
R | 9 |
S | 11 |
T | 1 |
খ. রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়?
গ. R ও S এর সংযোগের ফলে কোন ধরনের যৌগ উৎপন্ন হয়? ব্যাখ্যা কর।
ঘ. RS ও RT যৌগের ধর্মের তুলনামূলক বিশ্লেষণ কর।
প্রশ্ন ১২। সোহেল ও সাইদুল উভয়ের বাসায় রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। সোহেল এর বাসার পাত্রের নিচে কালো দাগ পড়লেও সাইদুল এর বাসার পাত্রের নিচে কোন দাগ নেই।
ক. একমুখী বিক্রিয়া কাকে বলে?
খ. রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বুঝায়?
গ. রান্নার সময় তাদের বাসায় সম্পূর্ণ বিক্রিয়াটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের কোন বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় হয় বলে তুমি মনে কর? তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও।
প্রশ্ন ১৩। 10mL 0.1M HCI দ্রবণের মধ্যে 5mL 0.1M NaOH দ্রবণ যোগ করা হলো।
ক. মোলার আয়তন কাকে বলে?
খ. 100mL 0.05M গ্লুকোজ দ্রবণ প্রস্তুত কর।
গ. উদ্দীপকের বিক্রিয়াটি কোন শ্রেণীর, নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের বিক্রিয়াটি শেষে কোন কোন আয়ন দ্রবণে পাওয়া যাবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
প্রশ্ন ১৪।
ক. BOD কী?
খ. ক্যালসিয়াম অক্সাইডকে ক্ষারকীয বিগালক বলা হয় কেন?
গ. চিত্র ১ ক্যাথোট ও অ্যানোড সংঘটিত বিক্রিয়াগুলো ব্যাখ্যা কর।
ঘ. চিত্র ২ ও চিত্র ৩ এ সংঘটিত বিক্রিয়াগুলো লিখে এদের ভিন্নতার কারণ ব্যাখ্যা কর।
এসএসসি রসায়ন সৃজনশীল সাজেশন সম্পর্কে শেষ কথা
( SSC) এসএসসি রসায়ন সৃজনশীল সাজেশন ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান বিভাগের মৌলিক ধারণা, বিভিন্ন সূত্র ও বিভিন্ন প্রকৃিয়ার মাধ্যমে সকল বিষয়ের সমাধান করা যায়।
☞ আরো পড়ুন : এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৫ ( নবম-দশম) সৃজনশীল প্রশ্ন
তাই এই বিষয়টি খুবই ভালো ভাবে পড়তে হবে, এজন্যই আজকে নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য SSC Chemistry Suggetion 2025 তৈরি করা হয়েছে। বিশেষ করে ২০২৫ সালের সকল পরীক্ষার্থীদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে রচনামুলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নসহ রসায়ন সৃজনশীল সাজেশন দেয়া হয়েছে। এগুলো ভালোভাবে প্রাকটিস করলে এবং পাশাপাশি ৯ম ও ১০ম শ্রেণীর রসায়ন বই ও বিভিন্ন গাইড থেকে বিগত সালের প্রশ্ন ও কঠিন বিষয়গুলো পড়লে ১০০% ভালো ফলাফল করতে পারবেন। বিজ্ঞান বিভাগের রসায়ন ও পদার্থবিজ্ঞান দুটি বিষয় একটু কঠিন হয়ে থাকে। তাই অনেকেই চিন্তিত থাকে পাস মার্ক হবে কিনা, তবে আপনি যদি আজকের দেয়া রসায়ন সৃজনশীল সাজেশন টি ভালোভাবে পড়েন এবং বুঝতে পারেন এবং তার পাশাপাশি পাঠ্যবই পড়েন আশা করি, আপনার কাছে খুবই সহজ মনে হবে।
☞ আরো পড়ুন : রসায়ন এসএসসি সাজেশন ক ও খ সৃজনশীল প্রশ্ন (নবম-দশম) ২০২৫
কারন, এই দুটি বিষয় যতটা কঠিন মনে হয় ততটাই সহজ, যদি আপনি ভালোভাবে সাজেশন ও মেইন বই অধ্যায়ন করেন এবং প্রতিদিন প্রাকটিস করেন। নবম-দশম শেনী বা এসএসসি রসায়ন সৃজনশীল সাজেশন মুলত আপনার জ্ঞান অর্জন করতে অনেকটাই সহযোগিতা করবে। কারন, এখানে বাছাই করা বিগত সালের প্রশ্নসহ আরো গুরুত্বপূর্ণ সৃজনশীল সাজেশন দেয়া হয়েছে। তবে একটি কথা সবসময় মনে রাখবেন, বিভাগের রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয় দুটিতে অসংখ্য সুত্র রয়েছে যা আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন। যেকোন প্রশ্ন আপনার কাছে সহজ মনে হবে, তাই সবার আগে প্রতিটি অধ্যায় ভিত্তিক সুত্রগুলো ভালো ভাবে পড়ুন এবং বারবার বিভিন্ন প্রশ্নের সাথে প্রয়োগ করে সমাধান করার চেস্টা করুন।
- আমাদের সাথে যুক্ত থাকুন : Facebook Page
Just wish to say your article is as astonishing.
The clearness in your post is just cool and i can assume you’re an expert on this
subject. Well with your permission allow me to grab your feed to keep updated with forthcoming post.
Thanks a million and please continue the rewarding work.!