অনার্স ১ম বর্ষ ২০২৪-২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য আজকের পোস্টে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন নিয়ে আলোচনা করা হবে। রাজনৈতিক তত্ত্ব সাজেশন টি বিশেষ করে যারা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ ও ২০২৪-২০২৫ সালের পরীক্ষার জন্য প্রুস্তুত করা হয়েছে। এটি অনার্স প্রথম বর্ষ সকল বিভাগ এর জন্য প্রযোজ্য। মুলত এই সাজেশন টিতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামুলক প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে। এই সাজেশনে মুলত মুল বই ও বিগত সালে আশা প্রশ্ন থেকে বাছাই করে এবং বিভিন্ন সাজেশন গাইড ও প্রশ্ন ব্যাংক থেকে নেয়া হয়েছে। Introduction to Political Theory যাদের বিষয় টি আছে তাদের সকলের জন্য ১০০% কমন উপযোগী প্রশ্নগুলো দেয়া হয়েছে।
যারা অনার্স প্রথম বর্ষ এর রাজনৈতিক তত্ত্ব পরিচিতি বিষয় নিয়ে চিন্তিত, তাদের জন্য পাস মার্ক হিসেবে এই রাজনৈতিক তত্ত্ব সাজেশন টি খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এখানে দেয়া প্রশ্নগুলো ভালভাবে পড়লে অনার্স প্রথম বর্ষের সকল বিভাগ এর শিক্ষার্থী যাদের এই বিষয় টি আছে তারা পাস মার্কস তুলতে পারবেন। কারন, এটি স্পেশাল ভাবে শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। যারা আরো ভালো ফলাফল করতে চান তারা এই সাজেশন এর পাশাপাশি রাজনৈতিক তত্ত্ব পরিচিতি বই ও গাইড ভালোভাবে পড়লে ১০০% মার্কস তুলতে পারবেন। এটি তেমন কঠিন বিষয় না। তবে আপনার জন্য তখনই সহজ হবে যখন প্রশ্নের উত্তর জানা থাকবে অন্যথায় পরীক্ষার খাতায় লিখতে পারবেন না। তাই আজকের স্পেশাল শর্ট সাজেশন টি ভালোভাবে পড়ুন আশা করি এখান থেকে কমন নিশ্চিত থাকবে। বিষয় কোড: ২১১৯০৯ ( Introduction to Political Theory : Honours 1st Year )
বিষয় : Introduction to Political Theory ( রাজনৈতিক তত্ত্ব পরিচিতি)
বিষয় কোড : ২১১৯০৯
শিক্ষাবর্ষ : ২০২২-২০২৩
অনুষ্ঠিত হবে : ২০২৪-২০২৫ সালে।
রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সাজেশন
ক – বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্ন
কে সর্বপ্রথম তার রাজনৈতিক দর্শনে রাষ্ট্র কথাটি উল্লেখ করেন? অথবা, রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : ম্যাকিয়াভেলি সর্বপ্রথম তার রাজনৈতিক দর্শনে রাষ্ট্র কথাটি উল্লেখ করেন।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেস্কু।
রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অথবা, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল।
কোনটি ছারা রাষ্ট্র হয় না?
উত্তর : জনসমষ্টি।
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উত্তর : নিগালো ম্যাকিয়াভেলিকা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়।
“Polis” শব্দের অর্থ কী?
উত্তর : “Polis” শব্দের অর্থ নগররাষ্ট্র।
রাষ্ট্রের কোন ক্ষমতাকে হস্তান্তর করা যায় না?
উত্তর : সার্বভৌম ক্ষমতা।
রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় কী?
উত্তর : সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয়।
রাষ্ট্রবিজ্ঞান কি “বিজ্ঞান” না “কলা”?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞান এরিস্টরলের মতে ‘বিজ্ঞান’ আর বাকলের মতে ‘কলা’।
সরকারের অঙ্গ কয়টি ও কি কি?
উত্তর : সরকারের রঙ্গ তিনটি। যথা : ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ, ৩. বিচার বিভাগ।
“Political Science Begins And Ends With The Sate” – এই উক্তিটি কার?
উত্তর : অধ্যাপক গার্নারের।
রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি?
উত্তর : রাষ্ট্রের উপাদান চারটি। যথা: ১. জনসমষ্টি, ২. নির্দিষ্ট ভূখণ্ড, ৩. সরকার, ৪. সার্বভৌমত্ব ।
” রাষ্ট্র একটি কৃত্রিম সংগঠন ” এই উক্তিটি কার?
উত্তর : এরিস্টটল এর।
দার্শনিক পদ্ধতির প্রবক্তার নাম লেখ?
উত্তর : দার্শনিক পদ্ধতির প্রবক্তাদের নাম হল: কান্ট, হেগেল, রুশো, প্লেটো, হবস, গ্রীন, ম্যূর ইত্যাদি।
” The Republic ” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : প্লেটো।
রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়নের ঐতিহাসিক পদ্ধতির দুজন প্রবক্তার নাম লিখ?
উত্তর : ফ্রিম্যান ও সিলি।
“Government Of The People, By The People And For The People” সংজ্ঞা টি কার?
উত্তর : আব্রাহাম লিংকন।
কয়েকজন প্রাচীন যুগের দার্শনিক এর নাম লেখ?
উত্তর ; সক্রেটিস, প্লেটো, এরিস্টটল।
সাম্প্রতিকালে রাষ্ট্র শব্দটি পরিবর্তনে কোন কথাটি ব্যবহৃত হচ্ছে?
উত্তর : রাজনৈতিক ব্যবস্থা।
সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লেখ?
উত্তর : বাংলাদেশ ও ভারত।
Foedus শব্দের অর্থ কী?
উত্তর : Foedus শব্দের অর্থ হলো সন্ধি বা মিলন।
রাষ্ট্রের সর্বোত্তম শ্রেণি কোনটি?
উত্তর : শাসক শ্রেণী।
” Eternal vigilance is the price of liberty ” কে বলেছেন?
উত্তর : অধ্যাপক লাস্কি।
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতামতের গুরুত্বপূর্ণ ও বিজ্ঞানসম্মত? অথবা, রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতামত কোনটি?
উত্তর : ঐতিহাসিক বা বিবর্তন মূলক মতবাদ।
” Virtue is knowledge ” (সৎগুণই জ্ঞান) এই উক্তিটি কার?
উত্তর : প্লেটোর গুরুর সক্রেটিসের।
The Social Contract গ্রন্থের রচিয়তা কে?
উত্তর : জ্যা জ্যাক রুশো।
“সার্বভৌমত্ব রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা” উক্তিটি কার?
উত্তর : W. F. Willoughby এর।
‘Sovereignty’ কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে এবং এর ল্যাটিন শব্দের অর্থ কি?
উত্তর : ‘Sovereignty’ যা ল্যাটিন শব্দ ‘Superanus’ এবং ‘Soverano’ থেকে উৎপত্তি হয়েছে। ল্যাটিন শব্দের অর্থ ‘Supreme’ অর্থাৎ প্রধান বা চূড়ান্ত।
‘Law’ এর উৎপত্তি কোন শব্দ থেকে এবং এর অর্থ কি?
উত্তর : ‘Law’ এর উৎপত্তি ‘ টিউনিক ‘ যার মূল শব্দ ‘ Lag ‘ এবং এর হচ্ছে আইন।
জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন?
উত্তর : Lectures On Juniesprudence – নামক গ্রন্থে।
গণতন্ত্রের ভিত্তি স্বরূপ কী?
উত্তর : সাম্য ও স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি স্বরূপ।
“Political Parties”- গ্রন্থের রচিয়তা কে?
উত্তর : রবার্ট মিশেল।
আমলাতন্ত্রের জনক কে এবং কোন দেশের নাগরিক?
উত্তর : আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার, তিনি জার্মানের নাগরিক।
” The Ruling Class ” – গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর : মস্কা।
এলিট শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : ফরাসি শব্দ Choix থেকে।
আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লিখ?
উত্তর : আমলাতন্ত্রের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পদসোপান নীতি এবং কর্ম বিশেষীকরণ।
The Spirit Of Laws – গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর : মন্টেস্কু।
মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কার?
উত্তর : অধ্যাপক ডানিং এর।
আধুনিক যুগের কয়েকজন দার্শনিকের নাম লেখ?
উত্তর : হবস, লক, রুশো।
ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তর : ফরাসি বিপ্লব ১৭৮৯ সালে সংঘটিত হয়।
হবস এর বিখ্যাত গ্রন্থ Leviathan কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৬৫১ সালে।
শক্তি নাই ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি উক্তিটি কার?
উত্তর : টি. এইচ. গ্রিন।
লাইসিয়াম কি?
উত্তর : এরিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম।
ভোটাধিকার কোন ধরনের অধিকার?
উত্তর : রাজনৈতিক অধিকার।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস।
অনার্স প্রথম বর্ষ : রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন
খ – বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন
- রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি বা বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা কর।
- আমলাতন্ত্রের ত্রুটি গুলো কী কী?
- সার্বভৌমত্ব বলতে কি বুঝ বা এর সংজ্ঞা দাও?
- সেন্ট টমাস একুইনাসের আইনের শ্রেণীবিভাগ কর। অথবা, একুইনাসের আইন কে কত ভাগে বিভক্ত করেন।
- কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
- গণতন্ত্রের সফলতা শর্তাবলী কি কি?
- রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক কি?
- উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা কর।
- বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণের উপর আলোচনা কর।
- স্বাধীনতা ও সামনের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা কর।
- অধিকার ও কর্তব্যের সম্পর্কে আলোচনা কর।
- প্যারেটোর এলিট তত্ত্ব বর্ণনা কর।
- রাজনৈতিক সংস্কৃতি কি?
- জনমতের সংজ্ঞা দাও? জনমত গঠনের মাধ্যম কি কি?
- এরিস্টটলের যে সব যুক্তিতে দাস প্রথা সমর্থন করেন সেগুলো কি গ্রহণযোগ্য? অথবা, এরিস্টটলের দাসপ্রথার সমালোচনা কর।
- জন লককে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কেন?
- ম্যাকিয়াভেলি বর্ণিত নৈতিকতার দ্বৈত মানদন্ড বলতে কি বুঝিয়েছেন?
- ইউরোপের মধ্যযুগ ছিল আর রাজনৈতিক উক্তিটি ব্যাখ্যা কর।
- সেন্ট অগাস্টিনের রাষ্ট্র দর্শন আলোচনা কর।
- ম্যাকিয়াভেলিয়াবাদ কী?
- মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবস এর ধারণা সংক্ষেপে আলোচনা কর।
- জন লকের প্রাকৃতির রাজ্য সম্পর্কে ধারণা সংক্ষেপে আলোচনা কর।
- যুক্তরাষ্ট্রীয় সরকারের সাম্প্রতিক প্রবণতা কি?
- প্লেটোর সাম্যবাদ কি?
- রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব বলতে কি বুঝায়?
- রুশোর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য বাবই সাদৃশ্য দেখাও।
- জাতীয়তা একটি মানসিক অনুভূতি উক্তিটি ব্যাখ্যা কর।
রাজনৈতিক তত্ত্ব পরিচিতি রচনামুলক প্রশ্ন সাজেশন : Introduction to Political Theory
গ – বিভাগ : রচনামুলক প্রশ্ন
- ম্যাকিয়াভেলীবাদ কি? ম্যাকিয়াভেলি কে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? আলোচনা কর।
- রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তির মতামতটি বিশ্লেষণ কর।
- রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা কর।
- রাষ্ট্রচিন্তা এরিস্টটলের অবদান মূল্যায়ন কর।
- সাম্প্রতিকালে আইনসভার ক্ষমতার রাশের কারণ সমূহ বিশ্লেষণ কর।
- সামাজিক চুক্তি সম্পর্কে হবস, লক, রুশো এর ধারণার তুলনামূলক আলোচনা কর।
- স্বাধীনতা কী? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষাকবচ সমূহ আলোচনা কর?
- গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী বিশ্লেষণ কর।
- রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
- প্লেটোর আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
- জন লক এর সম্পত্তি তথ্য সম্পর্কে আলোচনা কর।
- ধর্ম, নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণ আলোচনা কর।
- আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা কর।
- আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য গুলো কি কি? আলোচনা কর।
- এরিস্টটলের মতে বিপ্লবের কারণ ও প্রতিরোধ উপায় সমূহ কি কি? আলোচনা কর।
- রিপাবলিক বর্ণিত প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
- নির্বাচকমণ্ডলী কী? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মন্ডলীর ভূমিকা আলোচনা কর।
- ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, বঞ্চনীয় নয় – ব্যাখ্যা কর।
- কর্তব্যের সংজ্ঞা দাও। আধুনিক রাষ্ট্রে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সমূহ আলোচনা কর।
- জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী? যুক্তি দাও।
- আইন বলতে কি বুঝ? আইনের উৎস সমূহ আলোচনা কর।
অনার্স প্রথম বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন টি বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ,দর্শন বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, ইসলামিক স্টাডিজি, মনোবিজ্ঞান বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, আরবি ও সাংস্কৃতি বিষয়ের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এর অন্তর্ভুক্ত সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
- আমাদের সাথে যুক্ত থাকুন : Facebook Page