নবম-দশম শ্রেনীর শিক্ষার্থীদের Chemistry Suggetion বা রসায়ন এসএসসি সাজেশন টি খুবই গুরুত্বপূর্ণ কারন, এখানে বিগত সালের প্রশ্ন ও অভিজ্ঞদের সহায়তায় এসএসসি পরীক্ষায় রসায়ন বই এর পূর্ণাঙ্গ প্রস্তুতি এর জন্য, ২০২৫ সালের রসায়ন এসএসসি সাজেশন ক ও খ সৃজনশীল প্রশ্ন অংশের কয়েকটি ভালো মানের স্পেশাল শর্ট সাজেশন তৈরি করা হয়েছে , যা ১০০% কমন নিশ্চিত করবে। বিশেষ করে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য এই সাজেশনটি প্রযোজ্য।
Chemistry SSC Suggetion – রসায়ন এসএসসি সাজেশন ক ও খ সৃজনশীল অংশের জন্য কয়েকটি প্রশ্ন নির্বাচন করা হলো যা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কমন পরার মত। ক অংশে থাকবে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর যেমন; কি, কাকে বলে, কোথায়, কোনটি এগুলো। এবং খ অংশে থাকবে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। রসায়ন সাজেশন এর সৃজনশীলের খ অংশে বা অনুধাবনমূলক প্রশ্ন গুলো সাধারণত ( কেনো, কি বুঝ, কি বুঝায়, পার্থক্য কি, কাজ কি, ব্যাখ্যা কর ইত্যাদি) এসএসসি পরীক্ষার রসায়ন সাজেশন ২০২৫ সালের অনুষ্ঠিত পরীক্ষায় 100% কমন থাকার সম্ভাবনা রয়েছে এমন প্রশ্নগুলি বাছাই করে নিচে শর্ট স্পেশাল সাজেশন তৈরি করা হলো। যা রসায়ন এসএসসি সাজেশন ক ও খ প্রশ্ন ২০২৫ সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রসায়ন এসএসসি সাজেশন ক ও খ সৃজনশীল প্রশ্ন ২০২৫
আশা করা যায় এই স্পেশাল শর্ট সাজেশনের মাধ্যমে আগামী এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে কারণ এখানে সৃজনশীল ক অংশের ও খ অংশের প্রশ্নগুলো অভিজ্ঞ শিক্ষক এবং বিগত সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। তাই আশা করা যায় এটি আপনার জন্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় রসায়ন সাজেশনটি ভালো ফলাফল করতে সহায়তা করবে।
( Chemistry ) রসায়ন এসএসসি সাজেশন সৃজনশীল ক অংশের প্রশ্ন ২০২৫
সাবানায়ন কি?
উত্তর : তেল ও চর্বি কস্টিক সোডা বা কস্টিক পটাশ সহযোগে আর্দ্র বিশ্লেষণ করে সোডিয়াম বা পটাশিয়াম লবণ তৈরি করা হয়। এই প্রক্রিয়াকে সাবানায়ন বিক্রিয়া বলে।
ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে?
উত্তর : কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল কে ওই পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লোন সংখ্যা বলে।
পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
উত্তর : পৃথিবীর বয়স নির্ধারণে তেজস্ক্রিয় আইসোটোপ 14C ব্যবহৃত হয়।
অরবিট কি?
উত্তর : পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধে কতগুলো অনুমোদিত কক্ষপথে ঘুরে। এগুলোকে শক্তি স্তর বা অরবিন বলা হয়।
ত্বকের pH মান কত?
উত্তর : ত্বকের pH মান ৪.৫ থেকে ৫.৫ পাশের মধ্যে।
ভিনেগার কি?
উত্তর : সিরকা বা ভিনেগার হলিক এসিডের ৪% থেকে ১০% জলীয় দ্রবণ।
নীলস বোর কত সালে তার পরমাণু মডেল প্রকাশ করেন?
উত্তর : নীলস বোর পরমাণু গঠন এবং একই সাথে পরমাণুবিক বর্ণালী ব্যখ্যার জন্য ১৯১৩ সালে তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন।
চুনাপাথরের রাসায়নিক নাম কি?
উত্তর : চুনাপাথরের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বনেট ( CaCO3)
বেকিং পাউডার এর সংকেত লিখ?
উত্তর : বেকিং পাউডার এর সংকেত হলো NaHCO3.
আয়নিক বন্ধন কাকে বলে?
উত্তর : ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন অ্যানায়ন সমূহ (ঋণাত্মক আয়ন) যে আকাশ বল তারা যৌগের অনুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলা হয়।
ব্লু-ভিট্রিওলের সংকেত কি?
উত্তর : ব্লু-ভিট্রিওলের সংকেত : CuSO4.5H20.
মোলার আয়তন কাকে বলে?
উত্তর : এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে।
Ag|Ag+(aq) তড়িৎদার কি?
উত্তর : সিলভার ধাতুর পাত সিলভার আয়ন বিশিষ্ট দ্রবণের অর্ধেক বা অর্ধেকের বেশি পরিমাণে নিমজ্জিত করে Ag|Ag+(aq) তড়িৎদ্বার তৈরি কনা হয়।
মনোমার কি?
উত্তর : পলিমাকরন বিক্রিয়ায় একই বা একাধিক পদার্থের যে অসংখ্য পরিমাণে যুক্ত হয়ে বৃহৎ অনু গঠন করে তাকে মনোমার বলে।
ফরমালিন কি?
উত্তর : ফরমালডিহাইড এর ৪০ পার্সেন্ট জলীয় দ্রবণ কে ফরমালিন বলা হয়।
তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে?
উত্তর : যেসব পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত বা দূরীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে।
রেকটিফাইড স্পিরিট কাকে বলে?
উত্তর : ইথানলের ৯৬ পার্সেন্ট জলীয় দ্রবণ কে রেকটিফাইড স্পিরিট বলে।
আইসোটোপ কি?
উত্তর : যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।
নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি?
উত্তর : যে নিউক্লিয়ার বিক্রিয়ার বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে।
প্রিজারভেটিভস্ কী?
উত্তর : যে সকল পদার্থ দিয়ে উৎপাদিত খাদ্যদ্রব্য অনেক দিন যাবত সংরক্ষণ করা যায় তাদেরকে প্রিজারভেটিভস্ বলে।
মরিচা কি? এবং রাসায়নিক সংকেত লেখো?
উত্তর : বিশুদ্ধ লোহা জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লোহার অক্সাইড নামক পদার্থের পরিণত হয়, যা সাধারণত মরিচা নামে পরিচিত। মরিচার সংকেত : Fe2O3.nH2O
মোলারিটি কি?
উত্তর : নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ঐ দ্রবণের মোলারিটি বলা হয়।
যোজনী বা যোজ্যতা কাকে বলে? উদাহরণসহ লেখ।
উত্তর : অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। উদাহরণ : হাইড্রোজেন এর যোজনী 1, অক্সিজেনের যোজনীর 2 ।
লিমিটিং বিক্রয়ক কাকে বলে?
উত্তর : কোন একটি রাসায়নিক বিক্রিয়া সংগঠনকালে একাধিক বিক্রয়কের মধ্যে যে বিক্রয়ক অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে।
রাসায়নিক পরিবর্তন কাকে বলে? একটি উদাহরণ দাও।
উত্তর : যে পরিবর্তনের ফলে পদার্থের রাসায়নিক অবস্থার পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে।
যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?
উত্তর : কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তাদেরকে যোজ্যতা ইলেকট্রন বলে।
সমানুকরণ বিক্রিয়া কি?
উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় যৌগের পরমাণু সমূহের পূর্ণবিন্যাসের মাধ্যমে একটি যৌগ থেকে একই সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগ উৎপন্ন হয় তাকে সমানুকরণ বিক্রিয়া বলে।
pH পেপার কাকে বলে?
উত্তর : অজানা pH মানের দ্রবণের pH মান জানার জন্য যে বিশেষ ধরনের বর্ণ পরিবর্তনকারী ব্যাপারে ব্যবহার করা হয় তাকে pH পেপার বলে।
স্ফুটনাঙ্ক কাকে বলে?
উত্তর : 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোন তরল পদার্থক গ্যাসীয় পদার্থের পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে।
(CNG) সিএনজি এর পূর্ণরূপ কি?
উত্তর : (CNG) সিএনজি এর পূর্ণরূপ হলো Compressed Natural Gas বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস।
সিওডি ( COD) এর পূর্ণরূপ কি এবং কাকে বলে?
উত্তর : সিওডি ( COD) এর পূর্ণরূপ হলো Chemical Oxygen Demand, যার অর্থ হলো রাসায়নিক অক্সিজেনের চাহিদা। ১ লিটার পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন তাকে উক্ত পানির সিওডি ( COD) বলে।
প্রশমন বিক্রিয়া কাকে বলে? উদাহরণসহ লেখ।
উত্তর : যে বিক্রিয়া জলীয় দ্রবণে এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশ্ন বিক্রিয়া বলে। উদাহরণ : HCl(aq)+NaOH(aq)⇨NaCl(aq)+H20(I)
জারন কাকে বলে?
উত্তর : কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে।
জারণ সংখ্যা কি উদাহরণ দাও?
উত্তর : যৌগ গঠনের সময় কোন মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আনে পরিণত হয় অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে মৌলের জারণ সংখ্যা বলে। যেমন : NaCl যৌগে Na এর জারণ সংখ্যা +1.
উভমুখী বিক্রিয়া ও একমুখী বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থ গুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক পদার্থের পরিণত হয় তাকে উমুখী বিক্রিয়া বলে। এবং যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ গুলো উৎপদে পরিণত হয় কিন্তু উৎপাত পদার্থ গুলো পুনরায় বিক্রয়কে পরিণত হয় না তাকে একমুখী বিক্রিয়া বলে।
ক্যাটায়ন কি?
উত্তর : ধনাত্মক আদান বা পজিটিভ চার্জ বিশিষ্ট আইন কে ক্যাটায়ন বলে।
ইলেক্ট্রোপ্লেটিং কাকে বলে?
উত্তর : তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেক্ট্রোপ্লেটিং বলে।
অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন ও অদ্রবনীয় উৎপদে পরিণত হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।
অলিয়াম ( ধুমায়মান সালফিউরিক এসিড) কাকে বলে?
উত্তর : গাড় H2SO4 ও SO3 এর মিশ্রণকে ধুমায়মান সালসরিক এসিড বা অলিয়াম বলে।
অ্যানালার কি?
উত্তর : যদি কোন পদার্থকে ৯৯% বিশুদ্ধ করা যায় এবং এর চেয়ে আরও বিশুদ্ধ করা সম্ভব হয় না তখন এই ৯৯% বিশুদ্ধ পদার্থকেই অ্যানালার বলে।
অ্যানায়ন কাকে বলা হয়?
উত্তর : ঋণাত্মক আধান বিশিষ্ট অধাতব পরমানুকে অ্যানায়ন বলা হয়।
অষ্টক সূত্র কি?
উত্তর : মূল গুলোকে তাদের পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজালে যে কোন একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায় এটি অষ্টক সূত্র নামে পরিচিত।
আণবিক সংকেত কাকে বলে?
উত্তর : যে সংকেত দ্বারা যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ পায় তাকে আণবিক সংকেত বলে।
গ্যালভানাইজিং কাকে বলে?
উত্তর : ধাতু ক্ষয় রোধ করার জন্য একটি ধাতুর উপর জিংক ধাতুর প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে।
গ্যালভানিক কোষ কাকে বলে?
উত্তর : যে কোষের রাসায়নিক পদার্থসমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে সেই কোষকে গ্যালভানিক কোষ বলা হয়।
তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে?
উত্তর : যেসব পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত বা দূরবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে।
পানি যোজন বিক্রিয়া কি?
উত্তর : আয়নিক যৌগ, কেলাস গঠনের সময় এক বা একাধিক সংখ্যক পানির অনুর সাথে যুক্ত হয় এই বিক্রিয়া পানি যোজন বিক্রিয়া বলে।
( Chemistry ) রসায়ন এসএসসি সাজেশন ২০২৫ ( সৃজনশীল খ অংশের প্রশ্ন)
- HF একটি পোলার যৌগ ব্যাখ্যা কর।
- ইথেন ও ইথিন এর মধ্যে কোনটি কম দহ্য ব্যাখ্যা কর।
- বক্সাইট এবং গ্যালেনা আকরিকদ্বয়ের মধ্যে
- তাপ জারণ প্রযোজ্য কোন আকৃতির ক্ষেত্রে?
- NH3 ক্ষারধর্মী ব্যাখ্যা কর।
- বদহজমে বেকিং পাউডারের ভূমিকা ব্যাখ্যা কর।
- গাঢ় নাইট্রিক এসিডকে বাদামী বর্ণের বোতলে রাখা হয় কেন?
- পলিমার বলতে কি বুঝায়?
- ভিনেগার কিভাবে খাবার সংরক্ষণ করে?
- নিয়ম নিষ্ক্রিয় কেন ব্যাখ্যা কর।
- পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন ব্যাখ্যা কর।
- পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন ব্যাখ্যা কর।
- কৃষি ক্ষেত্রে ফসফরসের আইসোটোপের ভূমিকা ব্যাখ্যা কর।
- CH3COOH একটি দুর্বল এসিড কেন ব্যাখ্যা কর।
- MgCl2 এর গলনাঙ্ক বেশি কেন?
- উভমুখী বিক্রিয়া কে কিভাবে একমুখী
- বিক্রিয়ায় রূপান্তর করা যায়?
- একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হয় কেন?
- ডেসিমোলার দ্রবণের ব্যাখ্যা দাও।
- Ne মৌলটিকে ১৮ নং গ্রুপের মৌলদের সাথে
- স্থান দেওয়া হয়েছে কেন ব্যাখ্যা কর।
- লা-শাতেলিয়ের নীতিটি ব্যাখ্যা কর।
- জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
- নিষ্ক্রিয় গ্যাসীয় মৌলসমূহ রাসায়নিকভাবে কেন নিষ্ক্রিয়?
- “পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ” উক্তিটি ব্যাখ্যা কর।
- পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যার মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
- ধাতু বিদ্যুৎ পরিবহন করে কেন?
- “সকল খনিজ আকরিক নয় ” ব্যাখ্যা কর।
- চুন পানিতে মেশালে তাপ উৎপন্ন হয় কেন? সমীকরণসহ ব্যাখ্যা কর।
- অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বুঝায়?
- মন জালালের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় কেন ব্যাখ্যা কর।
- মৌমাছির কামড়ে ক্ষতস্থানে ব্যথা উপশমে চুন ব্যবহার করা হয় কেন।
- রসায়ন এর সাথে বিজ্ঞানের পণ্য শাখা গুলো সম্পর্ক ব্যাখ্যা কর।
- রাসায়নিক সাম্যব্যবস্থা একটি গতিশীল অবস্থা – ব্যাখ্যা করো।
- প্রশমন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া নয় ব্যাখ্যা কর।
- সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কিভাবে কেক ফোলায়?
- বেকিং পাউডার কিভাবে কেক ফোলায় – ব্যাখ্যা কর।
- পানির খরতার কারণ ব্যাখ্যা কর।
- ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া – ব্যাখ্যা কর।
- হীরক বিদ্যুৎ অপরিবাহী কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন?
- প্রশমন বিক্রিয়ায় একটি নন-রেডক্স বিক্রিয়া কেন?
- ব্লিচিং পাউডারের দাগ উঠানোর কৌশল ব্যাখ্যা কর।
- উদাহরণসহ আইসোটোপ এর সংজ্ঞা দাও।
- নিঃসরণ বলতে কি বুঝায়।
- উর্ধ্বপাতন বলতে কি বুঝ।
- বডি স্প্রেতে ব্যাপন বা নিঃসরণের আগে কোনটি ঘটে।
- ” সকল ক্ষারই খারক, সকল ক্ষারক ক্ষার নয় ” ব্যাখ্যা কর।
- রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা কর।
- কঠিন পদার্থের গলন ও উর্ধ্বপাতন এবং তরল
- পদার্থের স্ফুটনাঙ্ক প্রক্রিয়া ব্যাখ্যা কর।
- ন্যাপথলিনকে উর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন?
- পরমাণুর বিভিন্ন কক্ষপথে এবং কক্ষপথের
- বিভিন্ন উপস্তরের পরমাণু ইলেকট্রন সংঘ কে বিন্যাস কর।
- পর্যায় সারণিতে কোন মৌলের অবস্থান জেনে এর ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা বর্ণনা কর।
- যেকোন ৩০ টি মৌলের সর্ব বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাসের সাথে পর্যায় সারণির প্রধান গ্রুপ গুলোর সম্পর্ক নির্ণয় কর।
- পারমাণবিক চল্লিশ সাহায্যে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়? ব্যাখ্যা কর।
- সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রস্তুতির বিক্রিয়া ও ধর্ম ব্যাখ্যা এবং এদের মধ্যে পার্থক্য কর।
- হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল এলডিহাইড ও জৈব এসিড এর প্রস্তুত কৌশল ব্যাখ্যা কর।
- ব্লিচিং পাউডারের বিভিন্ন ক্রিয়া প্রদর্শন করো।
বর্ষাকালে ছাদে SiO2 দেওয়া হয় কেন?
নবম-দশম বা এসএসসি পরীক্ষার্থীদোর জন্য শেষ কথা
যারা নবম দশম শ্রেণীতে অধ্যায়নরত আছেন এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই স্পেশাল শর্ট সাজেশনটি তৈরি করা হয়েছে। সাইন্স বিভাগের যারা রসায়ন সাবজেক্ট নিয়ে চিন্তিত তাদের জন্য রসায়ন এসএসসি পরীক্ষার সাজেশন ১০০% কমন নিশ্চিত করবে। Chemistry বইটির সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সাজেশনে দেওয়া হয়েছে। বিশেষ করে সৃজনশীল প্রশ্ন ক ও খ অংশের জন্য।
নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের রসায়ন বই খুবই গুরুত্বপূর্ণ কারন, এটি থেকে কমন আশা বেশ কঠিন হয়ে থাকে। তাই নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বা এসএসসি পরীক্ষার্থীদের এই বইটি ভালো ভাবে অধ্যায়ন না করলে ভালো ফলাফল হয় না, তাই এই দিক বিবেচনা করে আজকের ৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য রসায়ন এসএসসি সাজেশন ক ও খ প্রশ্ন ২০২৫ তৈরি করা হয়েছে, তবে এই সাজেশন এর মাধ্যমে সৃজনশীল প্রশ্নের ক ও খ অংশ দেখার পাশাপাশি মেইন বই ও গাইড থেকে বিগত সালের প্রশ্ন ও সাজেশন পড়তে হবে। তাহলে আশা করা যায় ৯ম ও ১০ম শ্রেনী বা এসএসসি রসায়ন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন।
- আমাদের সাথে যুক্ত থাকুন : Facebook Page
কমেন্টস 2