একাদশ-দ্বাদশ শ্রেণীর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ ২০২৫ সালের পরীক্ষার জন্য আজকে আলোচনা করবো, এইচএসসি পৌরনীতি ও সুশাসন সাজেশন সৃজনশীল অংশ ক ও খ ( জ্ঞানমূলক প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্ন ) নিয়ে। যেখানে HSC Exam এর জন্য বাছাইকৃত সৃজনশীল প্রশ্নের ক ও খ অংশ দেয়া হয়েছে। মুলত এই সাজেশন টি HSC এর মেইন পাঠ্য বই ও বিগত সালের প্রশ্ন ও বিভিন্ন সাজেশন গাইড থেকে নেয়া হয়েছে যা ১০০% কমন উপযোগী স্পেশাল শর্ট সাজেশন। যারা এইচএসসি পরীক্ষার Civics and Good Governance এর প্রস্তুতি নিচ্ছেন তাদের এটি খুবই গুরুত্বপূর্ণ।
HSC Suggestion 2025 Exam : Civics and Good Governance এর প্রশ্নগুলো এমন ভাবে দেয়া হয়েছে, যার মাধ্যমে আপনার ২০২৫ সালের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন থেকে ক ও খ অংশ খুব সহজেই কমন উপযোগী থাকবে। পৌরনীতি ও সুশাসন বিষয়টি ভালোভাবে পড়লে এতে ভালো ফলাফল করা যায় এটি তেমন কঠিন বিষয় নয়, আর বিশেষ করে আজকের এইচএসসি পৌরনীতি ও সুশাসন সাজেশন সৃজনশীল অংশের ক ও খ প্রশ্নগুলো ভালোভাবে পড়লে পাস মার্কস নিশ্চিত বলা যায়। তাই আমি মনে করি আজকের সাজেশনটি HSC 2025 ব্যাচ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এইচএসসি পৌরনীতি ও সুশাসন সাজেশন সৃজনশীল অংশ (ক) প্রথম পত্র
একাদশ ও দ্বাদশ শ্রেণী বা এইচএসসি সৃজনশীল সাজেশন প্রশ্নের অংশ (ক) পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের এ অংশে প্রশ্নটি হবে অতি সহজ। পৌরনীতি ও সুশাসন সাজেশন অংশ ক প্রশ্নের মাধ্যমে পাঠ্যপুস্তক থেকে কোন সহজ বিষয় বা প্রত্যয় সম্পর্কে জানা যায়। ক অংশ প্রশ্ন সাধারণত ‘কী’ ‘কে’ ‘কখন’ ‘কোথায়’ ‘কী বুঝ’ ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে করা হয়। জ্ঞানমূলক প্রশ্নের উদ্দীপক থেকে না হয় সংশ্লিষ্ট পাঠ্যবই অংশ থেকে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই নিচে পৌরনীতি ও সুশাসন সৃজনশীল সাজেশন অংশ ক এর কয়েকটি কমনো উপযোগী প্রশ্ন দেওয়া হল। যা এইচএসসি পরীক্ষা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য ১০০% কমন নিশ্চিত থাকবে।
জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন ২০২৫ | HSC Suggestion Short Question
‘পুর’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘পুর’ শব্দের অর্থ হলো নগর।
সুশাসন শব্দটি কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তর : সুশাসন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে বিশ্ব ব্যাংক।
পৌরনীতি কাকে বলে?
উত্তর : যে শাস্ত্র নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে তাই পৌরনীতি।
রাষ্ট্র কী?
উত্তর : মানুষের সমাজবদ্ধ জীবনের চরম অভিব্যক্তি হলো রাষ্ট্র।
স্বচ্ছতা কী?
উত্তর : যখন কোন আইন এবং নীতি মেনে কোন সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন করা হয় তখন তাকে স্বচ্ছতা বলে।
‘Civitas’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Civitas’ শব্দের অর্থ হলো নগর রাষ্ট্র।
সিবিস ও সিভিটাস শব্দের অর্থ কি?
উত্তর : সিবিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র।
ইতিহাস ও পৌরনীতির পরস্পর নির্ভরশীল সম্পর্কে অধ্যাপক সিলে কি বলেছেন?
উত্তর : ইতিহাস ও পৌরনীতি নির্ভরশীলতা সম্পর্কে অধ্যাপক সিলি বলেছেন, ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন।
বঙ্গভঙ্গ হয় কত সালে?
উত্তর : বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে।
গণতন্ত্রকে পরিচালনার জন্য সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য মাধ্যম কোনটি?
উত্তর : সুশাসন।
নীতি শাস্ত্র কি বিচার করে?
উত্তর : মানুষের আচরণের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করায় নীতি শাস্ত্রের কাজ।
রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি?
উত্তর : রাষ্ট্রের উপাদান চারটি। যথা : ভূমি, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব।
সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Good Governance.
কোন শাস্ত্র কে পৌরনীতি ও সুশাসনের পথপ্রদর্শক বলা হয়?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞানকে পৌরনীতি ও সুশাসনের পথ প্রদর্শক বলা হয়।
কোনটি ছাড়া কখনোই সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না?
উত্তর : আইনের শাসন ছাড়া কখনো প্রতিষ্ঠিত হতে পারেনা।
গণতন্ত্রের প্রাণ কী?
উত্তর : গণতন্ত্রের প্রাণ হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ কোনটি?
উত্তর : আইনের শাসন হচ্ছে জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ।
ই-গভর্ন্যান্স কী?
উত্তর : ই-গভর্ন্যান্স হ্যালো তথ্য প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা।
মূল্যবোধ কী?
উত্তর : যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকান্ডকে বিনিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।
ICT – এর পূর্ণরূপ কি?
উত্তর : ICT – এর পূর্ণরূপ হলো Information and Communication Technology.
S.M.S এর পূর্ণরূপ কি?
উত্তর : S.M.S এর পূর্ণরূপ হলো Short Message Service.
সাম্য কী?
উত্তর : জাতি ধর্ম বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদান এর ব্যবস্থাকে সাম্য বলে।
প্রথা কাকে বলে?
উত্তর : সুদীপ ওকাল ধরে সমাজে কোন নিয়ম চলতে থাকলে তাকে প্রথা বলে।
Liberty শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : Liberty শব্দটি ল্যাটিন Liber থেকে এসেছে।
রিপাবলিক গ্রন্থটি রচয়িতা কে?
উত্তর : রিপাবলিক গ্রন্থটির রচয়িতা দার্শনিক প্লেটো।
” Law Is The Passionless Reason ” – উক্তিটি কার?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টোটলের।
‘Demos’ শব্দের অর্থ কি?
উত্তর : জনগণ বা গণদেবতা।
ই-সেবা কী?
উত্তর : ই-সেবা বলতে সরকার কর্তৃক নাগরিকদের প্রদত্ত সেবা কে বোঝায়।
আইনের প্রাচীন উৎস কোনটি?
উত্তর : আইনের প্রাচীন উৎস ধর্ম।
সামাজিক মূল্যবোধ কী?
উত্তর : সামাজিক মূল্যবোধ হল সামাজিক মানুষের আচার নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ।
নৈতিকতা কি?
উত্তর : সাধারণ অর্থে নৈতিকতা হলো নীতি মূলক, নীতির সম্বন্ধীয় অর্থাৎ কথাবার্তা, আচার-আচরণ অনুসরণ করাই হলো নৈতিকতা।
সরকার এবং জনগণের মধ্যে দূরত্ব ঘষানোর অন্যতম প্রধান হাতিয়ার কোনটি?
উত্তর : ই-গভর্ন্যান্স।
আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ – উক্তিটি কার?
উত্তর : জন অস্টিন এর।
মানুষের আচার-আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তর : মূল্যবোধ।
অধ্যাদেশ কি?
উত্তর : জরুরি প্রয়োজনে শাসন বিভাগ কর্তৃক ঘোষিত নির্দেশনা হলো অধ্যাদেশ।
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে কতজন প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছে?
উত্তর : সরকারি খাতে ১৬৩০ জন এবং বেসরকারি খাতের ২৩৭০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছে।
কোনটি বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা?
উত্তর : দারিদ্রতা বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা।
GUI – এর পূর্ণরূপ কী?
উত্তর : GUI – এর পূর্ণরূপ হলো Graphical User Interface.
ভারত পাকিস্তান বিভক্ত হয় কত সালে?
উত্তর : ১৯৪৭ সালে।
জনসমাজের ভাব প্রকাশের মাধ্যম কোনটি?
উত্তর : ভাষা।
G2C – এর পূর্ণরূপ কী?
উত্তর : G2C – এর পূর্ণরূপ হলো Government To Citizens.
অধিকারের উৎস কোনটি?
উত্তর : অধিকারের উৎস সমাজ ও রাষ্ট্র।
তথ্য অধিকার কাকে বলে?
উত্তর : কোন কর্তৃপক্ষের নিকট থেকে তথ্যপ্রাপ্তির অধিকার কে তথ্য অধিকার বলে।
কিসের ফলে বিশ্বের বিভিন্ন জনপদে জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশ ঘটে?
উত্তর : ইউরোপের শিল্প বিপ্লবের পর এবং নবজাগরণের ফলে শিল্পের বিভিন্ন জনপদে জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশ ঘটতে থাকে।
নৃতাত্ত্বিক পরিচয় আমরা কি এবং রাষ্ট্রীয় পরিচয় আমরা কি?
উত্তর : নৃতাতীয় পরিচয় আমরা বাঙালি এবং রাষ্ট্রীয় পরিচয় আমরা বাংলাদেশী।
মানবাধিকার কাকে বলে?
উত্তর : মানবাধিকার হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষের অধিকার।
অধিকার কী?
উত্তর : অধিকার হলো সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা যা ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।
“Natus” শব্দের অর্থ কী?
উত্তর : “Natus” শব্দের অর্থ হলো জন্ম বা বংশ।
ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তর : ফরাসি বিপ্লব হয় ১৭৮৯ সালে।
কর্তব্য কী?
উত্তর : আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি?
উত্তর : ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
বিশ্বায়ন কী?
উত্তর : পৃথিবীর সব দেশ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযৌক্তিক ও সাংস্কৃতিকে নৈকট্য ও ও ও একাত্মতার ধারাই হলো বিশ্বায়ন।
কত সালের, কত তারিখে কোথায় মৌলিক মানবাধিকার সমূহ গৃহীত ঘোষিত হয়?
উত্তর : ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের মৌলিক মানবাধিকার সমূহ গৃহীত হয় ও ঘোষিত হয়।
নেতৃত্ব কী?
উত্তর : নেতৃত্ব হচ্ছে ব্যক্তি বা দলের সেই সব গুণাবলী যা কোন জাতি বা সমাজকে ইঙ্গিত লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করে।
Natio বা Natus শব্দের অর্থ কি?
উত্তর : Natio বা Natus শব্দের অর্থ হলো জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক।
বাংলাদেশের আইনসভার নাম কী?
উত্তর : বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।
উপদল কী?
উত্তর : উপদল রাজনৈতিক দলের একটি খন্ডিত রূপ।
সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলকে পর্যন্ত তিন ভাগে ভাগ করা যায়।
বর্তমান সময়ের গণতান্ত্রিক শাসনের অপর নাম কি?
উত্তর : বর্তমান সময়ের গণতান্ত্রিক শাসনের অপর নাম প্রতিনিধিত্বমূলক সংসদীয় গণতন্ত্র।
নির্বাচনে কিসের বহিঃপ্রকাশ ঘটে?
উত্তর : নির্বাচনের জনামতের বহিঃপ্রকাশ ঘটে।
দেশপ্রেম কি?
উত্তর : নিজের দেশ বা দেশের মানুষকে ভালোবাসাই ভালো দেশ প্রেম।
আমলাতন্ত্রের জনক কে?
উত্তর : আমলাতন্ত্রের জনক হলেন ম্যাক ওয়েবার।
রাজনৈতিক দল কিসের ভিত্তিতে গঠিত হয় এবং লক্ষ্য কি?
উত্তর : রাজনৈতিক দল গঠিত হয় নীতি ও কর্মসূচির ভিত্তিতে লক্ষ্য হলো রাষ্ট্রের সর্বাঙ্গন কল্যাণ সাধন করা এবং জনসভার মহান ব্রতে কাজ করা।
আমলাতন্ত্র কি?
উত্তর : রাষ্ট্রপ্রধান ও মন্ত্রিসভার নিচে শাসন বিভাগের যে সমস্ত স্থায়ী কর্মচারী থাকেন তাদের আমলা বলা হয় আর আম্লাদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থায় হল আমলাতন্ত্র।
সম্মোহনী নেতৃত্ব কোন ধরনের নেতৃত্ব?
উত্তর : সম্মানি নেতৃত্ব প্রকৃতপক্ষে এক জাদুকরী নেতৃত্ব।
দুটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম লেখ?
উত্তর : বাংলাদেশ বাণিজ্য ও শিল্প সংস্থা এবং কৃষি সমিতি।
সরকার কী?
উত্তর : রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা ও বিধি-বিধান যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তাকে সরকার বলে।
আমলা শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে এবং এর অপর নাম কি?
উত্তর : আমলা শব্দটি আরবি ভাষা থেকে উদ্ভূত এবং আমলাতন্ত্রের অপর নাম সিভিল সার্জেন্ট।
গণতন্ত্র কি?
উত্তর : গণতন্ত্র হলো জনগণের শাসন বা ক্ষমতা।
জাতির সংজ্ঞা দাও।
উত্তর : নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি যাদের ধর্ম, ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক ও এবং ঐতিহ্যের ঐক্য রয়েছে এবং যারা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্যের বন্ধনে আবদ্ধ তারাই জাতি।
এককেন্দ্রিক সরকার কাকে বলে?
উত্তর : এ কেন্দ্রিক সরকার বলতে বোঝায় যেখানে ক্ষমতা ও কৃতিত্ব কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হয়।
একনায়কতন্ত্র কি?
উত্তর : একনায়ক তন্ত্র হলো এমন এক ধরনের শাসনব্যবস্থা যখন সার্বভৌম ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রবোধ হয় এবং সেই ব্যক্তি তার নিজের ইচ্ছা অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে।
সরকারের বিভাগ কয়টি ও কি কি?
উত্তর : সরকারি বিভাগ তিনটি। যথা : ১। আইন বিভাগ, ২। শাসন বিভাগ, ৩। বিচার বিভাগ।
Voice Of The People Is The Voice Of God – উক্তিটি কার?
উত্তর : ফরাসি দার্শনিক রুশোর।
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বুঝায়?
উত্তর : দুটি কক্ষ বা পরিশোধ নিয়ে গঠিত আইনসভা এর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে।
“লালফিতা ” প্রত্যয়টি কখন কোথায় সর্বপ্রথম ব্যবহৃত হয়?
উত্তর : “লালফিতা ” প্রত্যয়টি সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে সর্বপ্রথম ব্যবহৃত হয়।
বাংলাদেশের আইনসভার নাম কি এবং তা কত কক্ষ বিশিষ্ট?
উত্তর : বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ এবং তা এক কক্ষ বিশিষ্ট।
ব্রিটেনের আইনসভার নাম কি এবং তা কত কক্ষ বিশিষ্ট?
উত্তর : ব্রিটেনের আইনসভার নাম পার্লামেন্ট এবং তা দ্বিকক্ষ বিশিষ্ট।
জনমত কী?
উত্তর : জনসাধারণের কল্যাণ সাধনের উপায় হিসেবে জনগণের মতামতকে জনমত বলা হয়।
রাজনৈতিক সংস্কৃতি কি?
উত্তর : রাজনৈতিক সংস্কৃতি হল যেসব মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধ যা মানুষের আচার-আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে।
জনমতের কয়েকটি বাহনের নাম লিখ।
উত্তর : পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, গ্রন্থ সমূহ, সংবাদপত্র, সভা সমিতি ইত্যাদি।
পৌরনীতির ভাষায় জনমত বলতে কি বোঝায়?
উত্তর : পৌরনীতির ভাষায় জামাত বলতে বোঝায় সমাজের বিভিন্ন বিষয়ের জনসাধারণের কল্যাণকামী ও সুস্পষ্ট মতামত।
এইচএসসি পৌরনীতি ও সুশাসন সৃজনশীল অংশ (খ) প্রথম পত্র
একাদশ ও দ্বাদশ শ্রেণীর সৃজনশীল অংশ (খ) পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র সাজেশন দেওয়া হয়েছে যেখানে (খ) অংশের উত্তর শিক্ষার্থীকে বিষয়বস্তু বুঝে বা অনুধাবন করে লিখতে হয়। যা ক অংশের থেকে কিছুটা কঠিন হয়ে থাকে। অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত এইচএসসি পাঠ্য বই থেকেই করা হয়। এক্ষেত্রে কি বুঝায় তা ব্যাখ্যা বা বর্ণনা কর, কারণ দর্শাও, প্রদর্শন কর, উদাহরণ দাও, কেন ইত্যাদি শব্দ দিয়ে প্রশ্নটি করা হয়। সৃজনশীল সাজেশন এর অনুধাবনমূলক প্রশ্ন উদ্দীপক থেকে করা যাবে না এবং উত্তর ও উদ্দীপকে থাকবে না। এ প্রশ্নটি সম্পূর্ণ বই থেকে করা হয়। তাই ২০২৩ – ২০২৪ শিক্ষাবর্ষ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সৃজনশীল সাজেশন এর অংশ খ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো। যেখান থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ১০০% কমন নিশ্চিত থাকবে।
অনুধাবনমূলক প্রশ্ন : HSC Civics and Good Governance
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝায়?
- শব্দগত অর্থে পৌরনীতি বলতে কি বুঝায়?
- রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ব্যাখ্যা কর।
- যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বুঝায়?
- রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বুঝ?
- পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
- পৌরনীতি সম্পর্কে অধ্যাপক ই.এম হোয়াইটের সংজ্ঞা কী?
- তুমি কিভাবে একজন স্থায়ী নাগরিক?
- ‘পৌরনীতি’ শব্দের উৎপত্তি হয়েছে কিভাবে?
- পৌরনীতি ও সুশাসন পাঠের বিশেষ গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
- বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ?
- আইন বিভাগের ক্ষমতা রসের দুটি কারণ উল্লেখ কর।
- স্বাধীনতা বলতে কি বোঝায়?
- পৌরনীতি ও সুশাসন সমাজবিজ্ঞান বা
- রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কতটুকু নিবিড়।
- সুশাসন গণতন্ত্রের পূর্ব শর্ত – যুক্তি দাও
- স্বজনপ্রীতি বলতে কি বুঝায়?
- আইনের শাসন বলতে কী বোঝো?
- সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন কেন?
- “সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন না থাকায় এক বড় বাধা ” – ব্যাখ্যা কর।
- সাইবার আক্রমণ বলতে কি বুঝায়?
- সামাজিক ন্যায় বিচার বলতে কী বোঝ?
- বিচার বিভাগের গুরুত্ব ব্যাখ্যা কর।
- পরিবার কিভাবে জনমত গঠন করে?
- সুশাসন সামাজিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করে – ব্যাখ্যা কর।
- ‘ আইনসভা ‘ আইনের প্রধান উৎস ব্যাখ্যা কর।
- সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
- G2C এর ধারণা দাও।
- প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বুঝায়?
- জনোমতকে গণতন্ত্রের প্রাণ বা ভিত্তি বলা হয় কেন?
অথবা, গণতান্ত্রিক সরকার জনমতের ওপর নির্ভরশীল কেন? - মৌলিক অধিকার বলতে কি বুঝায়?
- আইনের অনুশাসন বলতে কি বুঝায়?
- আইনের উৎস হিসেবে জনমতের ভূমিকা কতটুকু?
- অ্যাক্সেস টু ইনফরমেশন ( A2I) বলতে কি বুঝায়?
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিভাবে সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভা বিস্তার করে?
- জাতীয় ও জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
- সুশাসন ও মূল্যবোধ খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত ব্যাখ্যা কর।
- ই-গভর্ন্যান্স কেন দুর্নীতি রোদে সহায়ক?
- তথ্য অধিকার বলতে কি বুঝায়?
- বিধিবিধান ও নিয়মকানুন কে কি বলে? ব্যাখ্যা করো।
- “গণতান্ত্রিক সরকার ব্যবস্থা শক্তিশালী বিরোধী দলের উপস্থিত খুবই প্রয়োজন ” – ব্যাখ্যা কর।
- অধিকারের মাঝেই কর্তব্য নিহিত ব্যাখ্যা কর।
- বহুদলীয় ব্যবস্থা বলতে কি বুঝ?
- বংশগত ঐক্য বলতে কি বুঝায়?
- দি-দ্বলীয় ব্যবস্থা বলতে কি বুঝ?
- নেতৃত্বের বৈধতাই পারে সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যাখ্যা কর।
- সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?
- রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা কর।
- কিভাবে জাতির উদ্ভব হয়?
- জাতীয়তার দ্বিমাত্রা বলতে কী বোঝায়?
- সরকার গঠনে রাজনৈতিক দলের ভূমিকা কতটুকু।
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য গুলো কি কি?
- লালফিতার দৌরত্ম্য বলতে কি বুঝ।
- ধর্ম কিভাবে জাতি গঠন করে ব্যাখ্যা কর।
- পদসোপান বলতে কি বুঝ?
- জনসেবা বলতে কি বুঝ?
- আমলাদের কাজের দীর্ঘসূত্র তাকে কি বলে ব্যাখ্যা কর।
- জনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা কর।
- দেশ প্রেম বলতে কী বোঝায়?
Civics and Good Governance সাজেশন এর শেষ কথা
একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সৃজনশীল প্রশ্নগুলো সাধারণত ১০ নম্বর হয়ে থাকে। এই ১০ নম্বরের মধ্যে সৃজনশীল প্রশ্নের ক ও খ অংশে জন্য এক ও দুই মার্ক করে বরাদ্দ। আপনি যদি সৃজনশীল প্রশ্নের ক অংশ সঠিকভাবে লিখতে পারেন তাহলে বরাদ্দকৃত এক নম্বর অবশ্যই পাবেন। উত্তরটি একটি শব্দের একাধিক শব্দ বা সর্বোচ্চ একটি বাক্যে দেওয়া যাবে। তবে উত্তরটি একটি পূর্ণ বাক্য হলে ভালো হয় এবং এইসএসসি পরীক্ষার সাজেশন সৃজনশীল খ অংশে দুই নম্বর বরাদ্দ থাকে। অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত পাঠ্য বই থেকে উত্তর মুখস্ত রাখতে হয় এবং শিক্ষার্থীরা চাইলে প্যারা করে উত্তর লিখতে পারে। সঠিকভাবে সৃজনশীল প্রশ্নের খ অংশের উত্তর দিতে পারলে ২ মাকর্স পাবে।
এইচএসসি পৌরনীতি ও সুশাসন সাজেশন সৃজনশীল অংশ ক ও খ প্রশ্ন একাদশ-দ্বাদশ শ্রেণী বা ইন্টারমিডিয়েট সকল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য। ইন্টারমিডিয়েট ১ম বর্ষ ও ইন্টারমিডিয়েট ২য় বর্ষ উভয়।
☞ আরো পড়ুন : এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৫ ( নবম-দশম) সৃজনশীল প্রশ্ন
আজকের এই পোস্টে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর বা এইচএসসি সৃজনশীল সাজেশন ক ও খ অংশ সৃজনশীল প্রশ্ন থেকে বাছাইকৃত প্রশ্নগুলো দেওয়া হয়েছে। যাবি গত সালের প্রশ্ন এবং পাঠ্য বই থেকে ভালো মানের পরীক্ষায় আসার মত প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আশা করছি এইচএসসি পরীক্ষায় এই সাজেশনটি ১০০% কমন নিশ্চিত করবে।
- আমাদের সাথে যুক্ত থাকুন : Facebook Page